প্রকাশিত: Sat, Jun 3, 2023 2:46 PM
আপডেট: Tue, Jan 27, 2026 12:55 PM

ভারতে রেলদুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: বাসস

শুক্রবার তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট এই দুর্ঘটনায় কমপক্ষে ২৮৮ জন নিহত এবং ৯০০ জনের বেশি আহত হয়েছে।

চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এটির সংলগ্ন ট্র্যাকের একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে করোমণ্ডল এক্সপ্রেসের পিছনের বগি তৃতীয় ট্র্যাকে চলে যায়।

তৃতীয় ট্র্যাকে বিপরীত দিক থেকে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়। সম্পাদনা: তারিক আল বান্না